ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের’ জন্য নিয়ন্ত্রণের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার তেল বিক্রি ‘অনির্দিষ্টকালের’ জন্য নিয়ন্ত্রণের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক :
ভেনেজুয়েলার তেল বিক্রির ওপর অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মানবাধিকার ইস্যুতে অগ্রগতির অভাবের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, ভেনেজুয়েলা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট তেল লেনদেন ও রপ্তানি কার্যক্রমে নতুন করে বিধিনিষেধ কার্যকর করা হবে। এর ফলে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি ও আর্থিক লেনদেনে বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।

মার্কিন কর্মকর্তারা বলেন, এই নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য হলো ভেনেজুয়েলায় একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা। প্রয়োজনীয় সংস্কার ও অবাধ নির্বাচনের পথে অগ্রগতি না হলে এ নিয়ন্ত্রণ বহাল থাকবে বলে জানানো হয়।

অন্যদিকে ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপ ভেনেজুয়েলার অর্থনীতিকে আরও চাপে ফেলবে এবং সাধারণ জনগণের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক তেল বাজারেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের দামের ওপর এর প্রভাব নজরে রাখছেন সংশ্লিষ্টরা।

24 online newspaper Namajer Suchi header
২৫ জানুয়ারি, ২০১৯
24 online newspaper Namajer Suchi
ফজর ৪ঃ৪৩
যোহর ১২:০৮
আসর ৪:৩০
মাগরিব ৬:২০
এশা ৭:২৭
সূর্যোদয় -৫:৫৬    সূর্যাস্ত-৫:৫৭
© 2016-2026 | 24 online newspaper All rights reserved.
24 online newspaper logo