চট্টগ্রামের প্রার্থীদের কার হাতে নগদ কত টাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে বিএনপির প্রার্থী ১৭ জন, জামায়াতে ইসলামীর ১৪ জন।
নির্বাচন কমিশনে জমা দেওয়া এই ৩১ প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে কার হাতে কত টাকা নগদ অর্থ আছে, তা পাওয়া গেছে। তাঁদের মধ্যে বেশি নগদ টাকা রয়েছে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির প্রার্থী জসীম উদ্দিন আহমেদের হাতে—১৫ কোটি ১ লাখ টাকা। দেশের পাশাপাশি বিদেশ থেকে আয় আসা একমাত্র প্রার্থী তিনি।
জসীম উদ্দিন আহমেদের স্ত্রী তানজিনা সুলতানা এক সময় গৃহিণী ছিলেন। বর্তমানে তাঁর পেশা ব্যবসা। স্বামীর মতো কোটি টাকা না হলেও তাঁর কাছেও নগদ টাকা আছে ১৪ লাখ ৫৭ হাজার টাকা।
